মালয়েশিয়ায় আইএস সন্দেহে বাংলাদেশিসহ গ্রেফতার ৫

001নিউজ ডেস্ক : আইএস ও আল-কয়েদার সঙ্গে জড়িত ৫ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে মালয়েশিয়ার পুলিশ। এদের মধ্যে একজন বাংলাদেশি রয়েছেন বলে দেশটির পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স সংবাদ প্রকাশ করেছে।

মালয়েশীয় পুলিশের প্রধান আবু বকর এক বিবৃতিতে জানায়, ১৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে তাদের গ্রেফতার করা হয়। এরমধ্যে একজন মালয়েশীয় নাগরিক ও অন্য চারজন ভিন্ন জাতীয়তার নাগরিক।

বিবৃতিতে দেশটির পুলিশপ্রধান জানান, গ্রেফতারদের মধ্যে ৪৪ বছর বয়সী ইউরোপিয়ান নাগরিক আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট।
মালয়েশিয়ার পেনাং প্রদেশে অস্থায়ী ভিত্তিতে শিক্ষকতা করছিলেন।
অন্যদের মধ্যে মালয়েশীয়, ইন্দোনেশীয় ও বাংলাদেশি আইএসের একটি সেলের সঙ্গে সম্পৃক্ত। তারা জঙ্গি তৎপরতার জন্য স্বেচ্ছাসেবক সংগ্রহের দায়িত্বে ছিলেন।

এই সেলটির নেতা একজন ইন্দোনেশীয়, যে ২০১৪ সালে ফেসবুকে আইএস নেতা আবু বকর আল বাগদাদীর আনুগত্য স্বীকার করে।
তবে রয়টার্সের ওই সংবাদে বাংলাদেশির নাম-পরিচয় জানা যায়নি।

Print Friendly, PDF & Email