• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

রংপুরে ৯ ড্রাম মদ ও সরঞ্জামসহ যুবলীগ নেতা আটক

002নিজস্ব প্রতিনিধিঃ  মদের ভাটিতে অভিযান চালিয়ে রাজু আহম্মেদ ওরুফে রাজু মেম্বার নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে র‌্যাব। অভিযানের সময় মদ বানানোর কারখানা থেকে ৯টি ড্রামে ২২৫০ লিটার চোলাই মদ ও সরঞ্জাম উদ্ধার করা হয়। শুক্রবার বিকেলে রংপুরের মিঠাপুকুর উপজেলার দমদমা ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব-১৩।

আটক রাজু মেম্বার পায়রাবন্দ ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ৩নং ওয়ার্ড ইউপি সদস্য। তার বিরুদ্ধে পায়রাবন্দসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগ রয়েছে।

শাপলা চত্বর র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) নজরুল ইসলাম জানান, আটক রাজু মেম্বর একজন সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের গডফাদার। সে দমমদা এলাকার মৃত ভোলা মিয়ার ছেলে। বর্তমান পায়রাবন্দ ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য ও স্থানীয় যুবলীগের সভাপতি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এদিকে সন্ধ্যায় র‌্যাব-১৩ শাপলা চত্বর ক্যাম্প থেকে রাজু মেম্বরকে রংপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে সাজা দেয়া হবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

র‌্যাব আরো জানায়, রাজু মেম্বারের বড় ভাই মজনুকে মাদক ব্যবসার অভিযোগে এর আগেও পুলিশ গ্রেপ্তার করেছিলো।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এলাকাবাসী অভিযোগ করে বলেন, রাজু মেম্বার প্রশাসনকে ম্যানেজ করে দীর্ঘদিন থেকে জমজমাট মাদক ব্যবসা করে আসছে। তারই আরেক সহযোগী মাদক ব্যবসায়ী রোকসানা এর আগে যুগের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার মসিউর রহমান ওরুফে উৎস রহমান হত্যার ঘটনায় আটক হয়েছেন। এই অভিযানে উৎস খুনের ঘটনার নেপথ্যের অনেক তথ্য বেরিয়ে আসবে বলেও মনে করছেন এলাকাবাসী।

Print Friendly, PDF & Email