• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল

Hortalনিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধে মীর কাসেম আলীর ফাঁসির রায় আপিলে বহাল রাখার প্রতিবাদে দেশব্যাপী জামায়াতে ইসলামীর ডাকা হরতাল সকাল ৬টায় শুরু হয়েছে। যা একটানা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

মঙ্গলবার জামায়াতে ইসলামির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ হরতালের ঘোষণা দেন।

এতে জানানো হয়, অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, হাসপাতাল, ফায়ার সার্ভিস ও সংবাদপত্র সংশ্লিষ্ট গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে।

রাজধানীসহ দেশের কোথাও মঙ্গলবার সন্ধ্যা থেকে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নাশকতা এড়াতে মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত রাজধানীতে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

এদিকে মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই রাজধানী জুড়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল ও চেকপোস্ট বৃদ্ধি করা হয়। পুলিশের পাশাপাশি র‌্যাব সদস্যদের রাজধানীর বিভিন্ন রাস্তায় বার বার টহল দিতে দেখা যায়।

Print Friendly, PDF & Email