• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সারাদেশে নতুন পাঠ্যপুস্তক উৎসব

0-1নিজস্ব প্রতিবেদকঃ নতুন বইয়ের ঘ্রাণে শুক্রবার ছুটির দিনেও সারাদেশে চলছে পাঠ্যপুস্তক উৎসব। শিক্ষাবর্ষের প্রথম দিনে নতুন বই পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণ। শিশুরা বিদ্যালয়ে আসছে খালি হাতে, নতুন বই নিয়ে ফিরছে ঘরে। বুকের কাছে আগলে রাখছে নতুন বই, শুকছে ঘ্রাণ।

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর ধানমণ্ডির গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল মাঠে কেন্দ্রীয়ভাবে পাঠ্যপুস্তক উৎসব উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

অপরদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে কেন্দ্রীয়ভাবে পাঠ্যপুস্তক উৎসব অনুষ্ঠিত হয় মিরপুরের ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল মাঠে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, প্রাথমিক ও মাধ্যমিক স্তরে এবার চার কোটি ৪৪ লাখ ১৬ হাজার ৭২৮ শিক্ষার্থীকে ৩৩ কোটি ৩৭ লাখ ৬২ হাজার ৭৭২টি বই বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।

Print Friendly, PDF & Email