ভুল প্রশ্নে পরীক্ষা দিয়ে শঙ্কায় মাগুরার ৭২ পরীক্ষার্থী

SSC-exam-2নিজস্ব প্রতিনিধি: মাগুরায় শালিখা উপজেলার গঙ্গারামপুর পিকে মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসির একটি বিষয়ে পরীক্ষার্থীদের ‘ভুল’ প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ উঠেছে।

ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে এখন শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছে ওই বিদ্যালয়ের ৭২ জন পরীক্ষার্থী। বিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থীরা নিজেদের বিদ্যালয়ের কেন্দ্রেই পরীক্ষা দিচ্ছেন।

ভুক্তভোগী পরীক্ষার্থীদের অভিযোগ, রবিবার তাদের পদার্থবিজ্ঞান পরীক্ষায় ‘ভুল’ বহুনির্বাচনী প্রশ্নপত্র দেওয়া হয়।
আনিসুর রহমান নামের এক পরীক্ষার্থী বলেন, আমাদেরকে ৩৫ নম্বরের বহুনির্বাচনী প্রশ্নপত্র দেওয়া হয়। আমরাও পরীক্ষা দিয়ে চলে আসি। পরে মঙ্গলবার জানতে পারি সেটি ছিল ২০১৪ সালের সিলেবাস অনুযায়ী অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য তৈরি করা।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব নির্ণয় কুমার বিশ্বাস বলেন, ভুল প্রশ্নপত্র সরবরাহের ঘটনাটি ‘অনিচ্ছাকৃত’ ঘটে গেছে। বিষয়টি যশোর শিক্ষা বোর্ডকে জানানো হয়েছে।

তিনি বলেন, পরীক্ষা শুরুর আগে দায়িত্বশীলদের সামনেই প্রশ্নপত্র খোলা হয়। কিন্তু ভুলে নিয়মিত পরীক্ষার্থীদের ২০১৪ সালের অনিয়মিতদের প্রশ্নপত্র দেওয়া হয়। ঘটনাটি যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককে জানানো হয়েছে।

Print Friendly, PDF & Email