• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

কোটি টাকা উদ্ধার, জামায়াতের ৫ নেতা-কর্মী আটক

arrrest-handনিজস্ব প্রতিবেদক: রাজধানীর বনশ্রীর একটি বাসা থেকে এক কোটিরও বেশি টাকাসহ জামায়াতে ইসলামীর পাঁচ নেতা-কর্মীকে আটক করার দাবি করেছে পুলিশ। শনিবার বিকেলে বনশ্রীর একটি বাসা থেকে এই বিপুল পরিমাণ টাকাসহ তাঁদের আটক করা হয়।

পুলিশের ভাষ্যমতে, ৫ জানুয়ারির কর্মসূচি ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর আপিলের রায়ের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে নাশকতার লক্ষ্যে এই অর্থ ব্যবহারের পরিকল্পনা ছিল বলে আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

আটক ব্যক্তিদের মধ্যে জামায়াতের কেন্দ্রীয় হিসাবরক্ষক মোহাম্মদ গিয়াসউদ্দিন ও সহকারী হিসাবরক্ষক মোহাম্মদ আমিনুর রহমানও আছেন। তাঁদের কাছ থেকে এক কোটি ৪৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁরা স্বীকার করেন যে ৫ জানুয়ারি আবার আসছে। ৬ জানুয়ারি যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর আপিলের রায় আছে। সেই রায়কে কেন্দ্র করে তারা দেশব্যাপী বিভিন্ন নাশকতার পরিকল্পনা করেছে। ওই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তারা অর্থের বিষয়টা মেইনটেইন করছিল।’

Print Friendly, PDF & Email