• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

দূর্যোগ মোকাবিলায় ঢাকার দুই সিটিকে বিশ্বব্যাংকের ১৬৩ মিলিয়ন ডলার ঋণ

2 cityনিজস্ব প্রতিবেদকঃ ভূমিকম্পসহ দূর্যোগ মোকাবিলায় বিশ্বব্যাংকের তরফে
দুই সিটি করপোরেশনকে ১৬৩ মিলিয়ন ডলার ঋণ সহায়তা দেয়ার কথা জানিয়েছেন ঢাকা দক্ষিন সিটি করপেরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, ইতিমধ্যে এই টাকা বরাদ্দ পাওয়া গেছে। আগামী ফেব্রয়ারি মাসে প্রকল্পের কাজ শুরু হবে। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে পাঁচ বছর। আজ সকালে নগরভবনের মেয়রের সভা কক্ষে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় কালে তিনি এ তথ্য জানান। মেয়র সাঈদ খোকন বলেন, ১৫ই জানুয়ারি ডিসিসি দক্ষিণের ৩০০ রাস্তার কাজ শুরু হবে। অলিগলির এসব রাস্তা কংক্রিটে করা হবে। এতে আগামী ৫-১০ বছরে ওই রাস্তার কিছু হবে না । আর প্রধান রাস্তা হবে বিটুমিন দিয়ে। ভবিষ্যতে রাস্তার উপর কোনো ধরণের ক্যাবল থাকবে না জানিয়ে তিনি বলেন, রাস্তার নীচ দিয়ে একটি ক্যানেলে সব ধরণের ক্যাবল থাকবে। এ ধরণের একটি প্রকল্প আমরা হাতে নিচ্ছি। তিনি বলেন, মেয়র হানিফ ফ্লাইভারের নীচে মিডিয়ান নির্মান করা হয়েছে। তা অনেক প্রশস্ত হওয়ার কারণে রাস্তা সংকুচিত হয়ে গেছে। আমরা নির্মান কারী প্রতিষ্ঠানকে বলেছি। হয় তারা ওটা ভেঙ্গে ফেলবে, না হলে আমরা ওখানে নার্সারী করে দিব। সাঈদ খোকন বলেন, দেশের মোট জনসংখ্যান প্রায় ১৫ ভাগ ঢাকায় বসবাস করে। কিন্তু প্রতি বছর যে বাজেট ঘোষনা করা হয়। সে অনুপাতে রাজধানী ঢাকার জন্য অন্তত ২০ হাজার কোটি টাকা বাজেট রাখা উচিত। কিন্তু আমরা সেটি পাই না। তিনি বলেন, সরকারের করের উপর কর বসানোর অধিকার সিটি করপোরেশনের বিধানে আছে। এ ব্যাপারে আমরা অর্থ মন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেছি। কিন্তু এখন পর্যন্ত সাড়া পায়নি। ঢাকা সিটি করপোরেশন বিভিন্ন সরকারী, বেসরকারী এবং হাসপাতালের কাছে ৪৩ কোটি টাকা হোল্ডিং ট্যাক্স পাওনা আছে। আমরা এই বকেয়া উদ্ধারের চেষ্টা করছি। নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক অমিতোষ পাল, সাংগঠনিক সম্পাদক মতিন আব্দুল্লাহ সহ ফোরামের নেতৃবৃন্দ ও সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email