রাজধানীতে রাজউকের অনুমোদনহীন ৪০৯৭ ভবন

0003নিজস্ব প্রতিবেদক: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জানিয়েছেন, রাজধানীতে রাজউকের অনুমোদনহীন ৪০৯৭টি ভবনের তালিকা তৈরি করা হয়েছে। তালিকা হালনাগাদ করার কার্যক্রম চলমান রয়েছে।

তিনি বৃহস্পতিবার সংসদে সরকারি দলের সদস্য এম. আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
সাম্প্রতিক সময়ে একাধিক ভূমিকম্পের পর রাজধানীবাসীর আতঙ্কের মধ্যেই মন্ত্রী এ তথ্য জানালেন।

স্বতন্ত্র সদস্য মো. রুস্তম আলী ফরাজীর অপর এক প্রশ্নের জবাবে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, রাজউকের আওতাধীন এলাকায় অনুমোদন বহির্ভূত/অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মিত ভবনের মধ্যে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত প্রায় ১০২টি ভবনের অবৈধ অংশ উচ্ছেদ করা হয়েছে এবং নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা মাধ্যমে জরিমানা করা হচ্ছে।

মন্ত্রী বলেন, অনুমোদনবিহীন ভবন ও ভবনের অংশ অপসারণ রাজউকের নিয়মিত কাজ। রাজশাহী মহানগরীতে বহুতল ভবনের সংখ্যা তুলনামূলকভাবে কম।

তিনি বলেন, সরকারি নিয়ম অমান্য করে এবং ইমারত নির্মাণের বিধি লংঘন করে বহুতল ভবন নির্মাণ করায় সাহেব বাজার এলাকায় একজন ভবন মালিকের বিরুদ্ধে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আদালতে মামলা দায়ের করেছে।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, আদালতের নির্দেশ পাওয়া গেলে তা ভেঙ্গে ফেলার কার্যক্রম গ্রহণ করা হবে।

Print Friendly, PDF & Email