• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সূর্যাস্তের আগেই সোহরাওয়ার্দী উদ্যান ত্যাগ করতে হবে : ডিএমপি

DMP-Comissionerনিজস্ব প্রতিবেদক : ডিএমপি পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘অতীত অভিজ্ঞতার আলোকে এবারের বইমেলায় নিরাপত্তা ব্যবস্থার ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। বইমেলা প্রাঙ্গণে চারস্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। নিরাপত্তার স্বার্থে সূর্যাস্তের আগেই বইমেলা বেষ্টনির বাইরে সোহরাওয়ার্দী উদ্যানে কেউ অবস্থান করতে পারবে না।’

তিনি বলেন, ‘বইমেলা চত্বরে ২ শতাধিক সিসি টিভি ক্যামেরা দ্বারা মনিটরিং করা হবে। দু’জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সার্বক্ষণিক তদারকি করবেন।’
মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে রবিবার সকাল সাড়ে ১০টায় অমর একুশে বইমেলার নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার।
তিনি বলেন, ‘কোনো লেখক, প্রকাশক বা ব্লগার যদি নিরাপত্তার ঝুঁকিতে রয়েছেন বলে মনে করেন তাহলে তাৎক্ষণিক পুলিশ কন্ট্রোল রুমে জানাবেন। আমরা তাদের বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করব।’

Print Friendly, PDF & Email