আসছে শাকিব-অপুর ‘হলি হলি খেলা’

0002নিউজ ডেস্কঃ মুখে আবির মেখে একপ্রকার সঙ সেজেছেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান! বাদ নেই তার নায়িকা অপু বিশ্বাসও। তিনি লাল-হলুদ আবিরে নিজেকে রাঙিয়ে ক্যামেরার সামনে আসলেন। ক্যামেরায় চোখ দিয়ে পরিচালক তাদের ইশারায় জানালেন- চলুন তাহলে শট শুরু করা যাক।

শাকিব-অপুর সাথে আছেন মহল্লার বাসিন্দারা। বলে রাখা ভালো পুরো সেটটি সাজানো হয়েছে পুরান ঢাকার শাঁখারি বাজারের কোনো এক মহল্লার আদলে। এখানেই চলবে হলি উৎসব।
এভাবে গোটা বার তিনেক অনুশীলনের পর পরিচালক বুলবুল বিশ্বাস ক্রেনের উপর থেকে শাকিব-অপুর দিকে বুড়ো আঙুল দেখিয়ে জানালেন শট ওকে।

এর ফাঁকে কথা হচ্ছিল পরিচালক বুলবুল বিশ্বাসের সাথে। তিনি বলেন, ‌‌‘শাকিব খানের বাড়ির অংশের একটা দৃশ্যের শুটিং শেষ করেছি। এখন পুরান ঢাকার শাঁখারি পট্টির দৃশ্যগুলোর শুট চলছে। এখানে হলি উৎসবের দৃশ্যধারন চলছে। পুরান ঢাকার নিজস্ব একটা ঐতিহ্য আছে, সেটা উঠে আসবে আমার ছবির মধ্যে, এরই অংশ হিসেবে চলছে হলি হলি খেলা।’

তিনি আরো বললেন, ‘এখনো পর্যন্ত ছবির ৬০ ভাগ দৃশ্যধারন শেষ করেছি। আরো দু’দিন এখানে শুটিং হবে। চেষ্টা করছি ভালো একটা কাজ দর্শকদের সামনে তুলে ধরতে পারব। সত্যি কথা বলতে, আমি ও আমার প্রযোজক দুজনেই নতুন। শাকিব-অপুর মত বড় তারকদের নিয়ে কাজ করছি সেটা আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ। নিখুঁতভাবে কাজ করে যাচ্ছি। আশা করছি সফল হবো।’

রাজনীতি ছবির এই দৃশ্য সম্পর্কে শাকিব খান বলেন, ‘হলি খেলা আমার এমনিতেই অনেক প্রিয়। ছোট বেলায় অনেকবার দেখেছি। কিন্তু ছবিতে এই প্রথমবারের মতো অভিনয় করলাম। আসলে বাংলাদেশের ছবিতে এই ধরনের দৃশ্য থাকে না। তবে শুটিং করতে এসে আমার কাছে মনে হচ্ছে না আমরা শুটিং করছি। হলি খেলার আসল মজাই পেয়েছি। ছবির কাজটি অনেক ভালো হচ্ছে, দর্শক ভালো গল্পের একটি ছবি দেখতে পাবে। তাছাড়া এ ছবির টিমটিও খুব একটিভ।’

অপু বিশ্বাস বললেন, ‘মৌলিক ও ব্যতিক্রমী গল্পের ছবি আমাদের ইন্ডাস্ট্রিতে খুব অভাব। সে দিক থেকে রাজনীতি ছবিটি দর্শকদের মন ছুঁয়ে যাবে। আর আজকের দৃশ্যটি ছিলো খুব উপভোগ্য। আমরা অনেক মজা করে এই ছবির কাজ করছি।’

‘রাজনীতি’ ছবিতে নায়িকা অপু বিশ্বাসের বিপরীতে কাজ করছেন শাকিব খান। এ ছাড়া ছবিতে অভিনয় করছেন আনিসুর রহমান মিলন, শহীদুল আলম সাচ্চু, সাদেক বাচ্চু, আলীরাজ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, জয়শ্রী কর জয়া, ডিজে সোহেল, কমল প্রমুখ।

ছবিটির জন্য গান করেছেন ফুয়াদ ও অদিত। ছবিটি পরিচালনার পাশাপাশি কাহিনি ও চিত্রনাট্যও লিখেছেন বুলবুল বিশ্বাস নিজে। আগামী বছরের কোনো একটা ভালো দিন দেখে ছবিটি সিনেমা হলে আনতে চান তিনি।

Print Friendly, PDF & Email