চলে গেলেন কিংবদন্তি শিল্পী খন্দকার নূরুল আলম

001নিউজ ডেস্কঃ দেশীয় সংগীতের কিংবদন্তি শিল্পী-সংগীত পরিচালক খন্দকার নূরুল আলম আর নেই। আজ দুপুর ১২ টা ৫০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন(ইন্নালিল্লাহি…রাজিউন)। তার মৃত্যুতে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ১৯৬০ সাল থেকে সংগীতাঙ্গনে কাজ শুরু করেন খন্দকার নূরুল আলম। সত্তর ও আশির দশকে বেশ কিছু ছবির সংগীত পরিচালক হিসেবে কাজ করে সফলতা পান তিনি। ‘যে আগুনে পুড়ি’ ছবির জনপ্রিয় ‘চোখ যে মনের কথা বলে’ গানটির শিল্পী ও সংগীত পরিচালক ছিলেন খন্দকার নূরুল আলম। ‘দেবদাস’, ‘চন্দ্রনাথ’, ‘শুভদা’, ‘বিরাজ বৌ’সহ অনেক ছবির সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। ২০০৮ সালে সংগীতে অসামান্য অবদানের জন্য একুশে পদক প্রদান করা হয় তাকে। দেশীয় সংগীতের অনেক গুণী ও জনপ্রিয় সংগীত শিল্পীর গুরুও ছিলেন এ সংগীতজ্ঞ।

Print Friendly, PDF & Email