ঢাকায় তরুণ উদ্যোক্তাদের নিয়ে প্রোগ্রাম অনুষ্ঠিত

23635664_10210306623729039_653650089_nনিজস্ব প্রতিবেদক : গত ১৬ই নভেম্বর গ্লোবাল অন্ট্রাপ্রেনিওরশিপ উইক ২০১৭ সেলিব্রেটিং প্রোগ্রাম আয়োজন করেছে তরুণ উদ্যোক্তাদের নিয়ে গড়ে উঠা সংগঠন “ই-ক্লাব“ (অন্ট্রাপ্রেনিওরস ক্লাব অব বাংলাদেশ)।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্লোবাল অন্ট্রাপ্রেনিওরশিপ নেটওয়ার্ক এর বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সোহেল চৌধুরী।
ই-ক্লাবের আহবায়ক মোঃ শাহরিয়ার খানের সভাপতিত্বে ও ব্যাসিক মার্ট এর ফাউন্ডার আয়াতুল্লাহ ফয়েজের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্যোক্তাদের এই প্রোগ্রামে বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক টেকনোলোজির প্রধান সাইফুল ইসলাম রাজু । অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, রিটজি আউটফিট এর ফাউন্ডার আবু রিজভি আল হুসাইন, এনেক্স লেদার এর কো- ফাউন্ডার তফাজ্জল হোসেন তপু, সহজসরল ডট কম এর ফাউন্ডার রবিউল হাসান, এস্পেরার বাংলাদেশের ফাউন্ডার আব্দুল্লাহ সাফি, কাজি এন্ড কোম্পানি এর ফাউন্ডার জনাব কাজি হাসনাইন আহমেদ।
 
উক্ত অনুষ্ঠানে ই-ক্লাব মেম্বারদের মধ্যে উপস্থিত ছিলেন তফাজ্জল হোসেন, সল্ভারটাইজের প্রধান নির্বাহী এইচ এম ফরহাদ, প্রিমিয়াম ওয়েব কার্টের বাংলাদেশ প্রধান আরিফুর রহমান জেরিন, মানহা ইম্পেক্স করপরেশনের সিইও মেহেদি হাসান, শাহিনুর ইসলাম, এস এম করপোরেশনের সিইও এস এম রিয়াজুল ইসলাম আপন, এ আর ওয়েবহোস্টিং এর প্রধান নির্বাহী আব্দুল মান্নান, সৈকত ইসলাম রাজিব, ফয়সাল আহমেদ , সাদিয়া ইসলাম, কানন ভুইয়া, আদিল আহসান, মুহাম্মাদ স্বপন প্রমুখ।
 
অনুষ্ঠানে বক্তারা তরুণ উদ্যোক্তাদেরকে ই-ক্লাব এর মত সংগঠনের সাথে থাকার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
Print Friendly, PDF & Email