বিতর্কিত আকাশসীমায় মার্কিন বিমান, চীনের প্রতিবাদ

0-1
নিউজ ডেস্কঃ দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্র আবারও চীনের সার্বভৌমত্ব লঙ্ঘণ করেছে বলে অভিযোগ তুলেছে চীন। এর আগে সেখানে রণতরী পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। এবারে মার্কিন সামরিক বাহিনীর একটি বিমান বিতর্কিত আকাশসীমা দিয়ে উড়ে যায়। চীনা সরকারের পক্ষ থেকে এর প্রতিবাদ জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের সিনিয়র এক কর্মকর্তা সিএনএনকে বলেন, বিমানটি পথ ভুল করে বিতর্কিত আকাশসীমায় চলে গিয়েছিল। তিনি আরও বলেন, ভুখন্ডের ১২ নটিক্যাল মাইলে ভেতরে যাওয়ার কোন ইচ্ছা যুক্তরাষ্ট্রের নেই। আর ওই ফ্লাইটটি অক্টোবরের শেষের দিকে যাওয়া রণতরীল মতো ‘ফ্রিডম অব নেভিগেশন’-এর অংশ নয়। উল্লেখ্য, ওই অভিযানে যুক্তরাষ্ট্র চীনের কৃত্তিম দ্বিপপুঞ্জের কাছে ইউএসএস লাসেন নামের একটি রণতরী পাঠিয়েছিল।

Print Friendly, PDF & Email