• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

ভারতের বিমান ঘাঁটিতে ফের গুলি: নিহতের সংখ্যা বেড়ে ৭

0001নিউজ ডেস্ক: ভারতের পাঞ্জাবে রাজ্যের পাঠানকোট বিমান বাহিনী ঘাঁটিতে সন্ত্রাসী হামলার পর চার সন্ত্রাসী ও  ভারতীয় বিমান বাহিনীর ২ সদস্য নিহত হয়েছে। পরে আরেক ভারতীয় সেনা নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছিল এনকাউন্টার শেষ হয়েছে। চলছে সাড়াশি অভিযান। সর্বশেষ খবরে বলা হচ্ছে, বিমান ঘাঁটির ভেতর থেকে আবারও গুলির শব্দ শোনা গেছে। আরেক জন সন্ত্রাসী এখনও রয়েছে বলে আশঙ্কা করছে পুলিশ। এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি।

উল্লেখ্য, গতকাল পাঠানকোট বিমানঘাঁটিতে সম্ভাব্য হামলার সতর্কতা দিয়েছিল ভারতীয় গোয়েন্দারা। বিমানঘাঁটিটি পাকিস্তান সীমান্ত থেকে ৫০ কিলোমিটার দূরত্বে। আজ ভোর সাড়ে তিনটার দিকে অফিসিয়াল একটি গাড়িতে করে ঘাঁটিতে প্রবেশ করে সন্ত্রাসীরা। হামলাকারীরা সামরিক পোশাক পরা ছিল। সকাল ১০ টা পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের বন্দুকযুদ্ধ চলে। এতে চার জঙ্গি নিহত হয়।

Print Friendly, PDF & Email