ইন্দোনেশিয়ায় সিরিজ বোমা হামলায় নিহত ৭, আইএসের দায় স্বীকার

3নিউজ ডেস্কঃ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সিরিজ বোমা হামলা হয়েছে। এতে পাঁচ হামলাকারী সহ সাতজন নিহত হয়েছে। পুলিশ ধারণা করছে, কমপক্ষে একটি হামলা চালিয়েছে আত্মঘাতী হামলাকারী। হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যের জঙ্গিগোষ্ঠী আইএস। সকালের ব্যস্ততম সময়ে রাজধানী প্রাণকেন্দ্রে এ হামলা যখন হয় তখন চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন যে যার মতো নিরাপদ স্থানে সরে যায়। পুলিশের সঙ্গে হামলাকারীদের গুলি বিনিময় চলছিল। রাস্তায় পড়ে থাকতে দেখা যায় কয়েকটি মৃতদেহ। প্রত্যক্ষদর্শীরা বলছেন, কমপক্ষে ৬টি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। একটি বিস্ফোরণ হয়েছে স্টারবাক ক্যাফেতে। পরক্ষণেই সেখানে নিরাপত্তা রক্ষীদের প্রবেশ করতে দেখা যায়। আরেকটি বিস্ফোরণ হয়েছে প্রধান সড়কে সারিনা মলের সামনে। সারিনা মল হলো একটি জনপ্রিয় শপিং মল। তৃতীয় বিস্ফোরণ হয়েছে জাতিসংঘ অফিসের বাইরে। বিস্ফোরণে স্টারবাক ক্যাফের জানালা ভেঙে গেছে। বার্তা সংস্থা রয়টার্সের একজন ফটোগ্রাফার বলেছেন, রাস্তার ওপর আমি মৃত দেহ পড়ে থাকতে দেখেছি। ছবিতেও কয়েকটি মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে রাস্তায়। বিস্ফোরণের ফলে সৃষ্ট ধোয়া আকাশে ছড়িয়ে পড়তে দেখা গেছে। এ ছাড়া তিনটি বিস্ফোরণ হয়েছে সিকনি, সিলপি ও কুনিঙ্গানে। এ স্থানগুলোতে তুরস্ক, পাকিস্তানের দূতাবাস অবস্থিত। একটি ব্যাংকের নিরাপত্তা প্রহরী বলেছেন, তিনি হামলাকারী ৫ জনকে দেখতে পেয়েছেন। এর মধ্যে তিনজন আত্মঘাতী। তারা স্টারবাক ক্যাফেতে হামলা চালিয়েছে। তবে নিহতরা হামলাকারী না কি সাধারণ মানুষ তা জানা যায় নি।

Print Friendly, PDF & Email