মার্কিন রণতরীর ওপর দিয়ে উড়ে গেল ইরানি ড্রোন

0001আন্তর্জাতিক ডেস্ক: পারস্য উপসাগরে মোতায়েন একটি মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজের উপর দিয়ে মনুষ্যবিহীন গোয়েন্দা ড্রোন উড়িয়েছে ইরান।

ইরানের দক্ষিণাঞ্চলের বিশাল এলাকা জুড়ে যখন ইরানের নৌবাহিনী বার্ষিক মহড়া চালাচ্ছে তখন এ খবর প্রকাশিত হলো।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ শুক্রবার জানিয়েছে, মার্কিন যুদ্ধজাহাজের উপর দিয়ে ওড়ার সময় এটির একটি ভিডিও ফুটেজ ধারণ করেছে ইরানি ড্রোন।
বার্তা সংস্থাটি বলেছে, একই সময়ে ওই মার্কিন যুদ্ধজাহাজের ছবি তোলা এবং এটি থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ইরানের গাদির শ্রেণির একটি সাবমেরিনও ওই জাহাজের কাছাকাছি চলে গিয়েছিল।

এ সময় যুদ্ধজাহাজটিতে অবস্থানরত মার্কিন সেনাদের বুঝতে না দিয়েই সাবমেরিন থেকে স্পষ্ট ছবি ও ভিডিও তোলা হয়েছে বলে ফার্স নিউজ জানিয়েছে।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, সম্প্রতি তাদের রণতরীর ওপর দিয়ে একটি ড্রোন উড়ে গেছে। তবে সুনির্দিষ্ট কোনো তারিখ জানায়নি দেশটি।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর বলছে, ইউএসএস হ্যারি এস ট্রুম্যানের ওপর দিয়ে উড়ে যাওয়া ড্রোনটি কোনো ক্ষতির কারণ ছিল না।

ইরানের নতুন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল হাবিবুল্লাহ সায়ারি রাষ্ট্রীয় টিভিকে বলেছেন যে এই ড্রোন পরিচালনা ‘ আমাদের ড্রোন পরিচালনাকারীদের সাহস, অভিজ্ঞতা এবং বৈজ্ঞানিক সক্ষমতার’ লক্ষণ।
সূত্র: এপি, বিবিসি

Print Friendly, PDF & Email