• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মুসলিম বিদ্বেষী ট্রাম্পের শুরুতেই পরাজয়

1আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম সরাসরি ভোটে আইওয়া স্টেট রিপাবলিকান ককাসের নির্বাচনে টেক্সাসের সিনেটর টেড ক্রুজ অপ্রত্যাশিতভাবে জয়ী হয়েছেন। জরিপে এগিয়ে থাকা মুসলিম বিদ্বেষী ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় হয়েছেন।

ফ্লোরিডা সিনেটর মার্কো রুবিও প্রত্যাশার চেয়েও বেশি ভোট পেয়ে তৃতীয় হয়েছেন বলে বিবিসি জানিয়েছে।
অন্যদিকে, ডেমোক্র্যাট ককাসের ভোট গণনা এখনো চলছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত শীর্ষ প্রার্থী হিলারি ক্লিনটন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সের তুলনায় মাত্র ১% ভোটের ব্যবধানে এগিয়ে আছেন।
টেড ক্রুজ নির্বাচিত হওয়ার পরপর ট্রাম্প ও রুবিও তাকে অভিনন্দন জানান।

সূত্র: বিবিসি

Print Friendly, PDF & Email