• মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

‘হিন্দুবিরোধী ফোবিয়াতে’ শেখ হাসিনা অসহায় না সম্পৃক্ত : সংশয় বিজেপি শীর্ষ নেতার

4911_f5_119528ডেস্ক নিউজ : বাংলাদেশ নীতিতে পরিবর্তনের আভাস দিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র শীর্ষ নেতা সুব্রমনিয়ম স্বামী।
বাংলাদেশে মন্দিরে এবং হিন্দুদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি এমন আভাস দিয়েছেন। এমনকি অভিযোগ এনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও।

বিজেপি’র শীর্ষ নেতা সুব্রমনিয়ম স্বামী বলেছেন, এই ঘটনায় সরকার সম্পৃক্ত কিংবা অসহায়।

তিনি বলেন, গত কয়েক বছরে উগ্রপন্থা বেড়েছে বাংলাদেশে। এর জের ধরে হত্যার শিকার হয়েছে হিন্দুরা। হিন্দু নারীদের অসম্মান করা হয়েছে আর ধ্বংস করা হয়েছে হিন্দু মন্দির।

তিনি আরও বলেন, সম্প্রতি বাংলাদেশে হিন্দু পুরোহিতের শিরশ্ছেদের ঘটনা ছিল অত্যন্ত মর্মান্তিক। অভিযোগ করেন, এটা মোটামুটি স্পষ্ট যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটিতে হিন্দু-বিরোধী ফোবিয়াতে হয় অসহায় অথবা সম্পৃক্ত।

Print Friendly, PDF & Email