• মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

২২ হাজার আইএস সদস্যের গোপন তালিকা ফাঁস

117নিউজ ডেস্ক : নাম, ঠিকানা ও ফোন নম্বরসহ প্রায় বাইশ হাজার আইএস যোদ্ধার গোপন নথি ফাঁস করা হয়েছে। ইসলামিক স্টেট গোষ্ঠীর (আইএস) এক সাবেক সদস্য মোহভঙ্গ হবার পর সংগঠনটির শত শত গোপন নথি জার্মানি, ব্রিটেন এবং সিরিয়ার বিরোধী সংবাদ-কর্মীদের হাতে তুলে দিয়েছেন বলে জানা গেছে। খবর বিবিসির।

ফাঁস হওয়া দলিলপত্রের মধ্যে রয়েছে নতুন সদস্য নিয়োগের সময় যেসব তথ্য সংগ্রহ করা হতো তেমন একটি প্রশ্নপত্র। সংবাদ-কর্মীদের কাছ থেকে পাওয়া দলিলগুলো এখন জার্মান গোয়েন্দারা পরীক্ষা-নিরীক্ষা করছেন। এছাড়া বিভিন্ন সময় নিহত হয়েছে এমন আইএস যোদ্ধাদের বিস্তারিত তথ্যও রয়েছে সেই সব নথিতে।

গোয়েন্দারা বলছেন, এসব দলিলপত্র থেকে আরো জানা গেছে, আইএস পৃথিবীর অন্তত ৪০টি দেশ থেকে কর্মী নিয়োগ করেছে।

জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী টমাস ডে মাইজিয়েরে বলেন, আইএস’র প্রকৃত চরিত্র সম্পর্ক সঠিকভাবে জানতে এই নথিগুলো ব্যাপক ভূমিকা রাখবে। নিরাপত্তা বিষয়ক কর্তৃপক্ষের মতে, এই সকল নথি সত্য।

কাতার ভিত্তিক সিরীয় একটি ওয়েবসাইটে আরবী ভাষায় প্রথম এই দলিলগুলো প্রকাশ করা হয়েছিল। জার্মানির সন্ত্রাসবিরোধী পুলিশ এখন এসব তথ্যের সত্যতা যাচাই করে দেখার জন্য মিত্র দেশগুলোর সাথে গোয়েন্দা তথ্য বিনিময় করবে বলে জানা গেছে।

Print Friendly, PDF & Email