রক্তক্ষয়ী ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর রাজপথে গণজোয়ার

তুরস্কের রাস্তায় পতাকা হাতে ও স্লোগান দিয়ে উল্লাস করছে মানুষ। গত শুক্রবার রাত থেকে শুরু হওয়া সেনা অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হওয়ার পর প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সমর্থকেরা। ছবি: রয়টার্স

তুরস্কের রাস্তায় পতাকা হাতে ও স্লোগান দিয়ে উল্লাস করছে মানুষ। গত শুক্রবার রাত থেকে শুরু হওয়া সেনা অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হওয়ার পর প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সমর্থকেরা। ছবি: রয়টার্স

 

ইন্টারন্যাশনাল ডেস্কঃ রক্তক্ষয়ী ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সমর্থনে তুরস্কের রাস্তায় মিছিল করছে লাখ লাখ সমর্থক। ইস্তাম্বুলসহ দেশটির বড় বড় শহরে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) সমর্থকেরা অবস্থান করছে। তাদের হাতে উড়ছে তুরস্কের পতাকা। গণতন্ত্র ও এরদোয়ানের সমর্থনে তারা মিছিল করছে। খবর এএফপি, বিবিসি ও রয়টার্সের।

গত শুক্রবার রাত থেকে এরদোয়ানের বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টা করে সেনাবাহিনীর একাংশ। ভারী ট্যাংক নিয়ে তারা রাস্তায় অবস্থান নেয়। এ অবস্থায় এরদোয়ান একেপির সমর্থকদের রাস্তায় নেমে আসার আহ্বান জানান। সেই ডাকে সাড়া দিয়ে গণতন্ত্র রক্ষা করতে রাস্তায় নামে লাখো সমর্থক। রাতভর চলে গুলি, সংঘর্ষ, বিস্ফোরণ। আকাশে ওড়ে যুদ্ধবিমান। গতকাল শনিবার পর্যন্ত সহিংসতায় নিহত হয় ১০৪ সেনাসহ ২৬৫। আহত হয় প্রায় দেড় হাজার মানুষ। অভ্যুত্থানে অংশ নেওয়া শীর্ষ পর্যায়ের কর্মকর্তাসহ প্রায় তিন হাজার সেনাসদস্যকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে বেশ কয়েকজন জেনারেলও আছেন।

তবে পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন থাকায় এরদোয়ান গতকাল বিকেলের দিকে জনগণ ও নিজ দলের সমর্থকদের রাস্তায় থাকার আহ্বান জানান। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় এরদোয়ান বলেন, ‘অভ্যুত্থানের চেষ্টা যে অবস্থাতেই থাকুক না কেন, আমাদের সারা রাত রাস্তায় থাকতে হবে। কারণ, যেকোনো মুহূর্তে আবার নতুন করে এ ধরনের ঘটনা ঘটতে পারে।’ সে আহ্বানে সাড়া দিয়ে রাতভর তুরস্কের রাস্তায় অবস্থান করেছে তাঁর সমর্থকেরা।

Print Friendly, PDF & Email