আলেপ্পোয় অস্ত্রবিরতি শেষে নতুন সহিংসতা : নিহত ৩

1806382016-10-24_3_304746নিজস্ব প্রতিবেদক: নিউজ ডেস্ক: সিরিয়ার আলেপ্পো নগরীতে রোববার প্রচন্ড সংঘর্ষ ও বিমান হামলায় তিন বেসামরিক লোক নিহত হয়েছে। দামেস্ক সরকারের মিত্র দেশ রাশিয়া ঘোষিত তিনদিনের অস্ত্রবিরতির মেয়াদ শেষ হওয়ার পর সেখানে আবারো এ প্রচন্ড যুদ্ধ শুরু হয়।
একতরফা তিনদিনের এ অস্ত্রবিরতি শেষ হলেও জাতিসংঘ এ সময়ের মধ্যে কোন লোককে কোথাও সরিয়ে নেয়নি। আশা করা হয়েছিল সরকারের কয়েক সপ্তাহের বোমা হামলা ও তিন মাসের অবরোধের পর এই সুযোগকে কাজে লাগিয়ে বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্বাঞ্চলে বিভিন্ন হামলায় আহত বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়া ও ত্রাণ সরবরাহ করা হবে।
নগরীর পূর্বাঞ্চল থেকে এএফপি’র প্রতিনিধি রোববার বিদ্রোহীদের দখলে থাকা বিভিন্ন এলাকায় নতুন করে বিমান হামলা চালানোর কথা জানান। এসময় অনেক এলাকা থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়।
মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, নগরীর পূর্বঞ্চলীয় বিভিন্ন এলাকায় বিমান ও স্থল হামলা চালানো হয়।

Print Friendly, PDF & Email