পরীক্ষার প্রশ্নপত্রে ইসলাম অবমাননা সরকারের ন্যায়ভ্রষ্টতার প্রামাণ্য দলিল – ছাত্র মজলিস কেন্দ্রীয় সভাপতি

11659327_718558361604785_4309714487640838298_n

ঢাকা, দেশনিউজ.নেট: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি সোহাইল আহমদ বলেছেন, ‘ক্ষমতার অপব্যবহার করে ইতিহাস বিকৃত করা হচ্ছে। ন্যায়ভ্রষ্ট সরকার নিজেদের মনগড়া ইতিহাস শেখাচ্ছে নতুন প্রজন্মকে। অত্যন্ত সুকৌশলে ধর্মহীনতার বিষবাষ্প ছড়ানো হচ্ছে আমাদের শিক্ষাব্যবস্থায়। ইসলামী আদর্শ ও মুসলিম চরিত্রগুলোকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করে প্রশ্নপত্র প্রনয়ণ করেছে, সরকারের ভেতরে ঘাপটি মেরে বসে থাকা একদল নাস্তিক-মুরতাদ।’

তিনি বলেন, ‘এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রে মুসলিম চরিত্রকে মানহানিকরভাবে উপস্থাপন করে অবমাননা করা হয়েছে ইসলামী আদর্শ ও বিশ্বাসকে। সার্বিকভাবে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। সম্প্রতি অনুষ্ঠিত ইউপি নির্বাচনের ২ধাপে সরকারি দলের গু-াদের পেশীশক্তির লড়াইয়ে প্রাণ দিতে হয়েছে অন্তত ৮জন নাগরিককে এবং হতাহত হয়েছে কয়েক শতাধিক। মানুষের জান-মাল কোন কিছুই আর নিরাপদে নেই। সেনানিবাসের ভেতরেও নিহত মানুষের লাশ মিলছে। দীর্ঘ দুই সপ্তাহ পার হয়ে গেলেও দৃশ্যত কোন অগ্রগতি হয়নি সোহাগী জাহান তনু হত্যা তদন্তের। দেশ ও জাতির এই চরম দুর্দিনে সাধারণ মানুষের মৌলিক অধিকার পুন:প্রতিষ্ঠা ও মানুষের জান-মালের নিরাপত্তা বিধান করতে নির্বাচিত সরকারের বিকল্প নেই।’

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের ষান্মাসিক অধিবেশনের সমাপনি অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। অধিবেশনে পরিষদ সদস্যদের সর্বোচ্চ মতামতের ভিত্তিতে ২০১৫-২০১৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য সেক্রেটারি জেনারেল মনোনীত হন মুহাম্মদ আজিজুল হক। ৪-৫ এপ্রিল, কেন্দ্রীয় মজলিস মিলনায়তনে অনুষ্ঠিত দুইদিনব্যাপি উক্ত অধিবেশনে আতথিদের মধ্যে অংশগ্রহণ করেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রুহুল আমীন সাদী, অধ্যাপক মুহাম্মদ আবদুল জলিল, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, সাবেক সেক্রেটারি জেনারেল অধ্যাপক মোহাম্মদ মাহবুব মোর্শেদ, প্রকৌশলী মুহাম্মদ সেলিম হোসাইন, প্রভাষক মুহাম্মদ মাসুদ হোসাইন প্রমুখ। অধিবেশনে নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ এম খালেদ আহমদ, কেন্দ্রীয় অফিস ও বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ ফরিদ উদ্দিন, শিক্ষা ও ক্যাম্পাস সম্পাদক রওনকুল ইসলাম রনি, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি ইলিয়াস আহমদ, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগরী সভাপতি মুহাম্মদ ইসহাক প্রমুখ।

Print Friendly, PDF & Email