মহাসড়কের পাশের স্থাপনা সরাতে হাইকোর্টের নির্দেশ

High courtনিজস্ব প্রতিবেদকঃ  সড়ক দুর্ঘটনা রোধে মহাসড়কের পাশে অনুনোমদিত সকল স্থাপনা সরাতে নির্দেশ নির্দেশে দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে মহাসড়কের পাশে স্থাপনা নির্মাণের অনুমোদন সংক্রান্ত বিধি বাতিলের পদক্ষেপ নিতে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি জিনাত আরা এবং বিচারপতি এ কে এম সাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চ সোমবার পাঁচ দফা নির্দেশনাসহ এই রায় দেয়। চালকদের ন্যূনতম যোগ্যতা এসএসসি পাস নির্ধারণ করে পাঁচ বছর পর থেকে তা কার্যকর করতে বলা হয়েছে একটি নির্দেশনায়। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের পক্ষে দায়ের করা একটি রিট আবেদনে ওই রুল জারি করা হয়েছিল। রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।

Print Friendly, PDF & Email