• শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

খালেদা জিয়ার বক্তব্যের সঙ্গে রাষ্ট্রদ্রোহের মিল নেই: শাহদীন মালিক

Shahdin malikনিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা যে মন্তব্যকে রাষ্ট্রদ্রোহ আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে তার সঙ্গে রাষ্ট্রদ্রোহের মিল নেই বলে মন্তব্য করেছেন বিশিষ্ট আইনবিশেষজ্ঞ ড. শাহদীন মালিক। তবে, তিনি এটাকে অগ্রহণযোগ্য বলে মনে করছেন।

রোববার রাতে বেসরকারি একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

ড. শাহদীন মালিক বলেন, পেনাল কোডে রাষ্ট্রদ্রোহের মামলার যে বিধান রয়েছে সেখানে বলা হয়েছে, কেউ যদি রাষ্ট্রের বিরুদ্ধে এমন কোনে ঘৃনা প্রকাশ করে যার দরুন মানুষের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়ে সরকার উৎখাতের কোনো সম্ভাবনা থাকে তাহলে সেটা রাষ্ট্রদ্রোহের শামিল। আর খালেদা জিয়া মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে যে বক্তব্য দিয়েছেন সেটা অন্যায়, অগ্রহণযোগ্য। কিন্তু রাষ্ট্রদ্রোহের সঙ্গে তার বক্তব্যের কোনো মিল নেই।

Print Friendly, PDF & Email