পাইপে পড়ে নিহত জিহাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের নির্দেশ

1নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহজাহানপুরে পাইপে পড়ে নিহত শিশু জিহাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার হাইকোর্টের একটি বেঞ্চ এ নির্দেশ দেন। তবে ক্ষতিপূরণের পরিমাণ উল্লেখ করেননি হাইকোর্ট।

গত ২৬ ডিসেম্বর বিকেলে শাহজাহানপুরে রেলওয়ে মাঠে পরিত্যক্ত পানির পাম্পের পাইপে পড়ে যায় চার বছরের শিশু জিহাদ। ফায়ার সার্ভিসের ২৩ ঘণ্টার অভিযানে তাকে উদ্ধার করা যায়নি। পরে ২৭ ডিসেম্বর বেলা তিনটার দিকে একদল স্বেচ্ছাসেবী পাইপের ভেতর থেকে তার নিথর দেহ উদ্ধার করে। হাসপাতালে নেওয়া হলে জিহাদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

শিশুটিকে উদ্ধারে অবহেলার বৈধতা চ্যালেঞ্জ করে ২৮ ডিসেম্বর শিশু অধিকার রক্ষাবিষয়ক সংগঠন চিলড্রেনস চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের (সিসিবি ফাউন্ডেশন) পক্ষে আইনজীবী আবদুল হালিম একটি রিট আবেদন করেন।

Print Friendly, PDF & Email