• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

বঙ্গোপসাগর থেকে মিয়ানমারের ৯২ জেলে আটক

1নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরে সেন্টমার্টিনের অদূরে বাংলাদেশ জলসীমায় ঢুকে মাছ ধরার সময় মিয়ানমারের ৯২ জেলেকে আটক করেছে নৌবাহিনী। এ সময় তাদের ব্যবহৃত ১২টি ট্রলারও জব্দ করা হয়। মঙ্গলবার দিনব্যাপী অভিযান চালিয়ে নৌবাহিনী সদস্যরা তাদের আটক করেন।

সেন্টমার্টিনস্থ নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কিবরিয়া জানান, সম্প্রতি মিয়ানমারের জেলেরা বাংলাদেশের জলসীমায় ঢুকে অবৈধভাবে মাছ আহরণ করছে। সেই খবরে নৌবাহিনীর জাহাজ ধলেশ্বরী মঙ্গলবার বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্টে অভিযান চালায়।
দিনব্যাপী অভিযানে ১২টি ট্রলারসহ ৯২ জন মিয়ানমারের জেলেকে আটক করা হয়।
আটকদের সেন্টমার্টিন নিয়ে নিয়ে আসা হচ্ছে। সেখান থেকে আইনি প্রক্রিয়া শেষে কক্সবাজারের টেকনাফ থানায় সোপর্দ করা হবে বলে জানিয়েছেন তিনি।

Print Friendly, PDF & Email