• শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

বাংলাদেশে নতুন করে ভ্রমণ সতর্কতা জারি অস্ট্রেলিয়ার

0-1নিউজ ডেস্কঃ নতুন করে বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা দিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আজ হালনাগাদ করা ওই সতর্ক বার্তায় বলা হয়েছে, অতীতে বাংলাদেশে বেশ কিছু সংখ্যক সন্ত্রাসী হামলা হয়েছে। বাংলাদেশের নিরাপত্তা সংস্থাগুলো জঙ্গিবাদী ও সন্ত্রাসী সংগঠনের সঙ্গে স¤পর্কযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার অব্যাহত রেখেছে। ওই গোষ্ঠীগুলোর কয়েকটি পশ্চিমা-বিরোধী দৃষ্টিভঙ্গি পোষণ করে।
এতে বলা হয়, বড়দিন ও নতুন বছর উপলক্ষে ছুটির সময়ে উন্মুক্ত স্থানে যাওয়ার সময়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত অস্ট্রেলিয়ানদের। আরও হামলা হতে পারে, পশ্চিমা স্বার্থের বিরুদ্ধেও। সতর্কতার মাত্রা পরিবর্তিত হয়নি। আপনার (অস্ট্রেলিয়ান) উচিত বাংলাদেশে উচ্চমাত্রার সতর্কতা অনুসরণ করা।

Print Friendly, PDF & Email