নতুন প্রজন্মকে জাতিসত্ত্বার স্বরূপ জানাতে হবেঃ ড. আহমদ আবদুল কাদের

ahmad_abdul_qaderআজ ২৪ ফেব্রুয়ারি (শনিবার) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স হলে     নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় পর্যায়ের প্রকাশনা সংস্থা বিশ্বকল্যাণ পাবলিকেশন্স এর উদ্যোগে বিশিষ্ট লেখক, গবেষক ড. আহমদ আবদুল কাদের রচিত ‘জাতি ভাষা সংস্কৃতি স্বাধীনতা’ বইয়ের মোড়ক উন্মোচন ও একক পুস্তক প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে লেখক ড. আহমদ আবদুল কাদের। তিনি বলেন, জাতি হিসেবে আমরা বাঙ্গালী, বাংলাদেশী এবং মুসলমান। আমাদের ভাষা বাংলা, ভূখণ্ড বাংলাদেশ এবং বিশ্বাস হচ্ছে ইসলাম। নতুন প্রজন্মকে জাতিসত্ত্বার স্বরূপ জানাতে হবে।

বিশ্বকল্যাণ পাবলিকেশন্স এর স্বত্ত্বাধিকারী সাইফুল ইসলামের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা পেপার মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি শেখ গোলাম আসগর।

প্রধান অতিথির আলোচনা করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং বিভাগের অধ্যাপক মুজাহিদুল ইসলাম।

এছাড়াও কাজী আরিফুর রহমানের পরিচালনায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন, বিশেষ অতিথিএডভোকেট এ কে এম বদরুদ্দোজা, ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা তাফাজ্জল হোসেন মিয়াজী, ব্যাংকার মাঈনুল ইসলাম,  মাওলানা আজিকুল হক, সাইফ উদ্দীন আহমদ খন্দকার, মোস্তাফিজুর রহমান, সাইফুল হক প্রমূখ।

বইটি বিশ্বকল্যাণ পাবলিকেশন্স-এর স্টলে পাওয়া যাবে। স্টল নং ৪৩৮।

Print Friendly, PDF & Email