ছাত্র সমাজের নৈতিক অবক্ষয় রোধে মজলিস কর্মীদের জোরালো ভূমিকা রাখতে হবে – ছাত্র মজলিস সভাপতি

ঢাকা, দেশনিউজ.নেট: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি সোহাইল আহমদ বলেন,  প্রচলিত শিক্ষানীতি ও ভারতীয়-পাশ্চাত্য সাংস্কৃতিক আগ্রাসনের কারণে দেশের ছাত্র সমাজের নৈতিক চরিত্র ধ্বংসের ধারপ্রান্তে পৌছেছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য ইসলামী শিক্ষা নীতি বাস্তবায়নের দাবিকে আরো শক্তিশালী করা ও ছাত্র সমাজকে ইসলামের সুমহান আদর্শের দিকে দাওয়াতের কাজে ছাত্র মজলিস কর্মীদের আরো তৎপর হতে হবে। শুত্রুবার ১১ই মার্চ’১৬ মজলিস মিলনায়তনে ছাত্র মজলিস ঢাকা জোনের উদ্যোগে আয়োজিত দিনব্যাপি কর্মী শিক্ষা সভার প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি সোহাইল আহমদ উপরোক্ত কথাগুলো বলেন। জোনাল তত্ত্বাবধায়ক ও সেক্রেটারি জেনারেল মুহাম্মদ সেলিম হোসাইনের সভাপতিত্বে উক্ত শিক্ষা সভার সমাপনী অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব শেখ গোলাম আসগর, সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ ও ক্যাম্পাস বিষয়ক সম্পাদক প্রভাষক মুহাম্মদ মাসুদ হোসাইন। এতে আরো উপস্থিত ছিলেন প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি ইলিয়াছ আহমদ, প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুহাম্মদ ফরিদ উদ্দিন, ঢাকা জেলা সভাপতি উবায়দুর রহমান, গাজীপুর মহানগরী সভাপতি মুহাম্মদ শিহাব উদ্দিন, নারায়নগঞ্জ মহানগরী সভাপতি শাব্বির আহমদ, ঢাকা মহানগরী দক্ষিণ সেক্রেটারি মনসুরুল আলম মনসুর, গাজীপুর মহানগরী সেক্রেটারী মুহাম্মদ আব্দুল গাফ্ফার, ঢাকা মহানগরী দক্ষিণের মাদ্রাসা বিষক সম্পাদক মুহাম্মদ রমাজান আলী, ঢাকা মহানগরী উত্তরের বায়তুলমাল সম্পাদক কাজী জহিরুল ইসলাম প্রমুখ ।

Print Friendly, PDF & Email