দিনাজপুরে রাসমেলায় ককটেল বিস্ফোরণ, আহত ১০

dinajpurনিজস্ব প্রতিনিধি: দিনাজপুর জেলার কাহারুল উপজেলার কান্তজীর মন্দিরে রাসমেলায় ককটেল বিস্ফোরণে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জন বর্তমানে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার দিনগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- দিনাজপুরের কাশীপুর বীরগঞ্জের উমাকান্ত দাস (২২), লালমনিরহাট জেলার কালীগঞ্জ সদরের সাধন (৩৫) ও রংপুরের বদরগঞ্জ দামকরপুরের মোকাদ্দেস (৩৯)। নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার মুন্সিপাড়ার মিঠু (৩০), শিবপুর সদরের লুঙ্গি ব্যবসায়ী জব্বার আলী (২৮) ও কাহারুল উপজেলার দশমাইল এলাকার সাইদুর (২৭)। আর বাকী চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই সময় যাত্রা চলছিল, এবং যাত্রামঞ্চেই তিনটি ককটেল ছুঁড়ে মারে দুর্বৃত্তরা।
মেলা কমিটির সভাপতি তরিকুল ইসলাম জানিয়েছেন, রাসমেলা উপলক্ষ্যে যাত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাত ১টার দিকে প্রচন্ড শব্দে ককটেলগুলো বিস্ফোরিত হয়। এ সময় মঞ্চে অবস্থান করা মানুষ আহত হয়।

আহত সাইদুর জানান, রাত ১টায় রাসমেলার যাত্রা প্যান্ডেলে হঠাৎ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে ১০ জন আহত হন।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. নাহিদ জানান, আহতদের পায়ের বিভিন্ন স্থানে ককটেলের স্প্লিন্টার বিদ্ধ হয়েছে।

Print Friendly, PDF & Email