না.গঞ্জে জাল ভোট দেয়ার সময় যুবলীগ নেতা হাতেনাতে আটক, সোনারগাঁওয়ে ৪

2নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ পৌরসভা নির্বাচনে জাল ভোট দেয়ার অভিযোগে যুবলীগ নেতা বাবুল মিয়াকে আটক করেছে পুলিশ। বুধবার তারাব পৌরসভার মাসাব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে রুপগঞ্জ থানা পুলিশ তাকে আটক করে।

বাবুল মিয়া পৌরসভার ৩নং ওয়ার্ড যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক। বাবুল মিয়াকে আটকের খবর নিশ্চিত করেছেন রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুদুল ইসলাম।

সমর্থকের চোখ তুলে নিল প্রতিপক্ষ:
ঝালকাঠির নলছিটি পৌরসভার সূর্যপাশা ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জামাল হোসেনের সমর্থক এনায়েত হোসেনের চোখ উপড়ে নিয়েছে প্রতিপক্ষের লোকজন। বুধবার ভোটগ্রহণ শুরুর আগে এ ঘটনা ঘটে।

নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাকসুদ জানান, বিএনপি নেতা জামাল হোসেনের সমর্থক এনায়েত হোসেনের চোখ কি কারণে উপড়ে ফেলা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

নৌকায় জালভোট দেয়ায় আটক ৪:
সোনারগাঁও পৌরসভার একটি কেন্দ্রে নৌকা মার্কায় জাল ভোট দেয়ার সময় চারজনকে আটক করেছে ঢাকা রেঞ্জ পুলিশ। অভিযোগ প্রমাণের ভিত্তিতে তাদের সাজা দেয়া হবে বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা বারিক।

বুধবার সকাল সাড়ে ১০টায় সোনারগাঁয়ের উদ্ভবগঞ্জের সাহাপুর তালীমুল মাদ্রাসায় এঘটনা ঘটে। তবে আটকৃতদের নাম-পরিচয় তাৎক্ষনিকভাবে জানা যায়নি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা বারিক জাগো নিউজকে জানান, আমরা তাদের অপরাধ যাচাই-বাছাই করছি। তথ্য প্রমাণের ভিত্তিতে তাদের সাজা দেয়া হবে।

এদিকে, সোনারগাঁও পৌরসভা নির্বাচন সুষ্ঠু হচ্ছে দাবি করে সোনারগাঁও থানার ওসি (তদন্ত) হারুন অর রশিদ জানান, সব কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রগুলোতে বিপুল সংখ্যক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোন ধরণের অপ্রীতিকর ঘটনার সংবাদ পাইনি।

৯ টি ওয়ার্ডের সমন্বয়ে গঠিত সোনারগাঁও পৌরসভা নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন মোশাররফ হোসেন, নৌকা প্রতীকে অ্যাডভোকেট ফজলে রাব্বি ও জগ মার্কায় নির্বাচন করছেন সাবেক পৌর মেয়র সাদেকুর রহমান ভুইয়া।

Print Friendly, PDF & Email