গাজীপুরে রিমোট কন্ট্রোলসহ ৫টি টাইমবোমা উদ্ধার

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি কর্পোরেশনের কুনিয়া তারগাছ এলাকার একটি বালুর মাঠ থেকে একটি রিমোট কন্ট্রোলসহ ৫টি টাইমবোমা উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে ৬টার দিকে এগুলো উদ্ধার করা হয়।

বিশ্ব ইজতেমার মোনাজাত শেষে শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে স্থাপিত পুলিশ কন্ট্রোল রুমের পাশে মিডিয়া সেন্টারের সামনে এক প্রেস ব্রিফিংয়ে গাজীপুরের পুলিশ সুপার হারুন আর রশিদ এ তথ্য জানান।

গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জয়দেবপুর থানা পুলিশ গাজীপুর সিটি কর্পোরেশনের কুনিয়া তারগাছ এলাকায় অভিযান চালায়। অভিযানে ওই এলাকার একটি বালুর মাঠ থেকে রিমোট কন্ট্রোলসহ ৫টি টাইমবোমা উদ্ধার করেছে পুলিশ। পরে বোমাগুলো নিস্ক্রিয় করা হয়। প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিশ্ব ইজতেমায় নাশকতা ও আতঙ্ক সৃষ্টির জন্য দুর্বৃত্তরা ওই বোমা বহন করছিল। পুলিশের ব্যাপক তৎপরতার কারণে দুর্বৃত্তরা সেগুলো ওই স্থানে ফেলে রেখে পালিয়ে যায়। তবে দুর্বৃত্তদের কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তাদের চিহ্নিত করতে পুলিশের তৎপরতা চলছে।

Print Friendly, PDF & Email