• মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

আমি আচরণবিধি লঙ্ঘন করিনিঃ ইসির চিঠির জবাবে ইনু

Inuনিজস্ব প্রতিবেদকঃ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গত ৪ ডিসেম্বর শুক্রবার রাতে ময়মনসিংহের ফুলপুরে পৌর নির্বাচন নিয়ে কোনো বক্তব্য দেননি বলে জানিয়েছে তথ্য মন্ত্রণালয়। শুক্রবার সন্ধ্যায় জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মীর আকরাম উদ্দীন আহম্মদের সই করা এক বিবৃতিতে এ দাবি করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘কয়েকটি দৈনিক পত্রিকায় প্রকাশিত আসন্ন পৌর নির্বাচনে প্রচারে অংশ নেওয়া সংক্রান্ত প্রতিবেদনের ওপর তথ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এ বিষয়ে সুস্পষ্টভাবে জানানো যাচ্ছে, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গত ৪ ডিসেম্বর শুক্রবার রাতে ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ভাষাসৈনিক শামছুল হক চত্বরে বিজয়ের মাস উপলক্ষে আয়োজিত পথসভায় যে বক্তব্য রাখেন, সেখানে পৌর নির্বাচন সংক্রান্ত কোনো বক্তব্য ছিল না। এ ছাড়া মহান বিজয় দিবসের ওপর তথ্যমন্ত্রীর সাত মিনিটের এ সংক্ষিপ্ত বক্তৃতার সময় অন্য কোনো মন্ত্রীও সেখানে ছিলেন না, এমনকি আসন্ন পৌরসভা নির্বাচনের কোনো প্রার্থীও মঞ্চে ছিলেন না। ফলে তথ্যমন্ত্রীর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো প্রশ্নই ওঠে না।’

বিবৃতিতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘আমি নির্বাচনী আচরণবিধি সম্পর্কে সম্যক অবগত এবং বিধিবিধানের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল। আমার দ্বারা যেহেতু কোনো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়নি, তাই পুরো বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন।’

এতে আরো বলা হয়, ১১ ডিসেম্বর দৈনিক প্রথম আলো প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনে ফুলপুরের রিটার্নিং কর্মকর্তার উদ্ধৃত বক্তব্যে বলা হয়, ‘তথ্যমন্ত্রী ফুলপুরে একটি পথসভায় রাজনৈতিক বক্তব্য দেন। এতে তিনি কারো জন্য ভোট চাননি।’

Print Friendly, PDF & Email