সব রাজনৈতিক দলকে শান্তিপূর্ণভাবে মতামত তুলে ধরার আহবান বার্ণিকাটের

01নিজস্ব প্রতিবেদকঃ দেশের সব রাজনৈতিক দলকে শান্তিপূর্ণভাবে তাদের মতামত তুলে ধরার আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্ণিকাট। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূতের পক্ষে সাংবাদিকদের দেয়া একটি নোটে এ আহ্বান জানানো হয়েছে। এর আগে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট থেকে খালেদা জিয়ার সঙ্গে প্রায় দুই ঘণ্টা বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত। খালেদা জিয়ার গুলশানের বাসভবনে অনুষ্ঠিত এ বৈঠকে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা হয়। বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূতের পক্ষে দেয়া এক লিখিত নোটে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খালেদা জিয়ার মতামত ও ভাবনা জানতে পারার সুযোগকে সাধুবাদ জানানো হয়। বলা হয়, গণতন্ত্রের প্রতি বাংলাদেশের অঙ্গীকার দেশটির উন্নয়নে একটি প্রয়োজনীয় ভূমিকা রেখেছে। সব রাজনৈতিক দলকে শান্তিপূর্ণভাবে তাদের মতামত তুলে ধরতে আহ্বান জানান মার্কিন রাষ্ট্রদূত। বৈঠক শেষে বিএনপির তরফে ড. আবদুল মঈন খান সাংবাদিকদের বলেন, বৈঠকটি অত্যন্ত আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রাজনৈতিক পরিস্থিতি ও গণতন্ত্র নিয়ে কথা হয়েছে। দেশে যে গণতন্ত্রবিহীন পরিস্থিতি বিরাজ করছে সেই বিষয়টি মার্কিন রাষ্ট্রদূতকে অবহিত করা হয়েছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান সাংবাদিকদের বলেন, দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। আলোচনার ভেতরে ওঠে এসেছে দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ও সর্বাগ্রে গণতান্ত্রিক পরিস্থিতি।

Print Friendly, PDF & Email