হিলারিকে সমর্থন করায় ওবামার উপর ক্ষুব্ধ ট্রাম্প

2016_06_12_08_36_38_NN8smCR5BbCv9AqBR4owXcW5NepKRu_originalআন্তর্জাতিক ডেস্ক, দেশনিউজ.নেট: হিলারি ক্লিনটনকে সমর্থন করায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কড়া সমালোচনা করেছেন  রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ভার্জিনিয়ার এক প্রচারসভায় তিনি বলেন, ‘হাস্যকর পরিস্থিতি। যার বিরুদ্ধে অপরাধমূলক তদন্ত চলছে, এখন দেখি তাকেই সমর্থন করছেন আমার দেশের প্রেসি়ডেন্ট!’

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন নিশ্চিত করার পর সম্প্রতি হিলারিকে অভিনন্দন জানান ওবামা। প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে তাঁর চেয়ে যোগ্য প্রার্থী আগে কেউ আসেনি বলেও মন্তব্য করেন তিনি। তারপর থেকেই ওবামা ও হিলারির বিরুদ্ধে বক্তব্য দিতে শুরু করেছেন ট্রাম্প। এ নিয়ে একাধিক টুইট পোস্ট করার পর এ বার তিনি মাঠে নেমেও সমর্থকদের তাতাতে চাইছেন বলে জানিয়েছেন মার্কিন কূটনীতিকদের একাংশ। সেই কারণেই ট্রাম্প নতুন করে পররাষ্টমন্ত্রী থাকার সময় হিলারির ব্যক্তিগত ই-মেল সার্ভার ব্যবহারের প্রসঙ্গ তুলছেন। সোমবার নিউ হ্যাম্পশায়ারের সভায় হিলারির বিরুদ্ধে আরও কড়া সমালোচনা করবেন বলে জানিয়েছেন ট্রাম্প।

নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প বনাম হিলারিকেই দুই শিবিরের প্রার্থী ধরে নিয়ে জোর আলোচনা চলছে যুক্তরাষ্ট্র জুড়ে। সম্প্রতি এক নির্বাচনী সমীক্ষায় দেখা গেছে, ট্রাম্পের চাইতে ১১ শতাংশ ভোটে এগিয়ে রয়েছেন হিলারি। ট্রাম্পের পক্ষে ভোট পড়েছে ৩৪.৮ শতাংশ। তবে মার্কিন ভোটারদের ১৯.২ ভাগই এই দু’জনের একজনকেও হোয়াইট হাউসে দেখতে চান না।

Print Friendly, PDF & Email