রিয়ালের গোলের রেকর্ড ভাঙলো বার্সেলোনা

002স্পোর্টস ডেস্কঃ এক পঞ্জিকাবর্ষে রিয়াল মাদ্রিদের করা সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙলো বার্সেলোনা। ২০১৪ সালে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগ, কোপা দেল রে’ ও ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ। ওই বছর রিয়াল মাদ্রিদ করে ১৭৮ গোল। যার মধ্যে দলের তিন তারকা ক্রিস্টিয়ানো রোনালদো, গ্যারেথ বেল ও করিম বেনজেমা মিলে করেন ১০৮ গোল। দলের মোট গোলের ৬০.৬ শতাংশ আসে তাদের তিন জনের কাছ থেকে। তবে ২০১৫ সালে সে রেকর্ড ভেঙে দিল রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। বছরের শেষ ম্যাচে তারা স্প্যানিশ লা-লিগায় রিয়াল বেতিসকে স্বাগত জানায়। ম্যাচটি ছিল লিওনেল মেসির বার্সেলোনার হয়ে ৫০০তম। ওই ম্যাচে মেসির এক গোলের পাশাপালি লুইস সুয়ারেজ করেন জোড়া গোল। এতে রিয়াল বেতিসকে ৪-০ গোলে হারিয়ে ২০১৪ সালে রিয়ালের গড়া গোলের রেকর্ড ভাঙে তারা। মেসি ম্যাচের দ্বিতীয় গোলটি করলে রিয়ালের গোলের রেকর্ড স্পর্শ করে বার্সেলোনা। এর পরে লুইস সুয়ারেজ জোড়া গোল করলে কাতালানদের ২০১৫ সালে গোলের সংখ্যা দাঁড়ায় ১৮০। ২০১৫ সালের বার্সেলোনার ‘এমএসএন’ খ্যাত তিন তারকা লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমার- তিনজন মিলে করেন ১৩৭ গোল। যা ২০১৫ সালে বার্সেলোনার মোট গোলের ৭৫ শতাংশ। মেসি ও সুয়ারেজ ৪৮ ও নেইমার করেন ৪১ গোল। এরপর ইভান রাকিটিচের গোল ৭।

Print Friendly, PDF & Email