• মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

‘সিয়াম সাধনার মাসে ক্রিকেট খেলি না’

1465226178স্পোর্টস ডেস্ক, দেশনিউজ.নেট : ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) শেষ না করেই পরিবারের সঙ্গে রোজা পালন করার জন্য দেশে ফিরে যাচ্ছেন আবাহনীর হয়ে খেলা ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ পাঠান। সিসিএসকে হারিয়ে আবাহনী সুপার সিক্স নিশ্চিত করার পর এই কথা জানিয়েছে ক্লাবটির এক কর্মমর্তা শেখ মামুন জানান।

শেখ মামুন বলেন, ইউসুফ পাঠান দুই ম্যাচ খেলতে এসেছিলেন। প্রথম ম্যাচে ৬০ রান করে দলের জয়ে ভূমিকা রেখেছেন তিনি। তাকে দলে থেকে যেতে অনুরোধ করেছিল আবাহনী। ইউসুফ পাঠান বলেছেন, রমজান মাসে তিনি ও তার ভাই ইউসুফ পাঠান বাবার নির্দেশে রমজান মাসে লিগ বা এই ধরণের খেলাধুলা থেকে বিরত থাকেন। পরিবারের সবাই একসঙ্গে রমজান মাসে সিয়াম সাধনা করেন তারা। মঙ্গলবার ভোরেই দেশে ফিরবেন তিনি। উল্লেখ্য, ইউসুফ পাঠানের পরিবর্তে আবাহনীতে আসবেন জসপাল শর্মা।

Print Friendly, PDF & Email