• শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

ফুটবলের ইতিহাসে কোথায় থাকবেন লিওনেল মেসি ?

140703183630_messi_maradona_ap_624স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসর নেওয়ার ঘোষণা বিশ্বজুড়ে ফুটবল মহলে বিস্ময় তৈরি করেছে।

কোপা আমেরিকার ফাইনালে দ্বিতীয়বারের মতো চিলির কাছে আর্জেন্টিনার পরাজয়ে তার মুষড়ে পড়া স্বাভাবিক, কিন্তু মাত্র ২৯ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের কারণ খুঁজতে শুরু করেছেন বিশ্লেষকরা।

একই সাথে কথা হচ্ছে, ফুটবলের ইতিহাসে মেসির জায়গা হবে কোথায়?

মিহির বোস মনে করেন, বর্তমানের সেরা হলেও ফুটবলের ইতিহাসে পেলে এবং মারাডোনা তো বটেই এমনকি ইউহান ক্রায়ুফের পেছনে থাকবেন মেসি।

“মেসি দারুণ ফুটবলার, বর্তমানে বিশ্বের সবচেয়ে ভালো খেলোয়াড়, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর চেয়েও ভালো ফুটবলার, কিন্তু মারাডোনা বা পেলের সমকক্ষ তিনি নন।“

মি বোস বলেন, পেলে বা মারাডেনা তাদের দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন যেটা মেসি পারেননি। মেসির সাফল্য শুধুই ক্লাব লেভেলে।

তার মতে ব্শ্বিকাপের মতো টুর্নামেন্ট খেলে জেতার জন্য একটি বিশেষ দক্ষতার দরকার হয়, যেখানে মেসি ব্যর্থ হয়েছেন।

এ প্রসঙ্গে মিহির বোস পেলে বা মারাডোনার তুলনায় মেসির ভেতরে নেতৃত্বের ঘাটতি দেখতে পান।

“দেশের হয়ে সাফল্য না পাওয়া নিয়ে মেসির নিজের মধ্যেও হয়তো অনেক দুঃখ আছে। সে কারণেই হয়তো তার এই সিদ্ধান্ত।“

আর্জেন্টিনার মানুষের মধ্যেও মেসিকে নিয়ে নানা সন্দেহ কাজ করে।

“তারা মনে করে মারাডোনা তাদের দেশের আসল নায়ক, বিশ্বকাপ এনে দিয়েছেন তিনি। কিন্তু মেসি সম্পর্কে অনেকে বলেন তিনি আর্জেন্টিনিয়ানই নন। তিনি আর্জেন্টিনার জন্য খেলতেই চাননা।“

তাকে নিয়ে তার জন্মভূমিতে এই সন্দেহের কারণ – মেসি তার দেশের জন্য বিশ্বকাপ বা কোপা আমেরিকা জিততে ব্যর্থ হয়েছেন।

মাত্র ১৩ বছর বয়স থেকে তিনি বার্সিলোনাতে। শুধু জাতীয় দলের হয়ে খেলতে আসা ছাড়া আর্জেন্টিনার সাথে মেসির যোগাযোগ সামান্যই।

মিহির বোস মনে করেন, সে কারণে জাতীয় দলের তার মানসিক যোগাযোগ হয়নি, যেটা হয়েছে বার্সিলোনার সাথে।

Print Friendly, PDF & Email