তিতুমীর কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬

1নিজস্ব প্রতিবেদক: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সরকারি তিতুমীর কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন ৬ ছাত্রলীগ কর্মী। শনিবার সকালে ছাত্রলীগের গোপালগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

কলেজ সূত্র জানা গেছে, বহিষ্কৃত কলেজ ছাত্রলীগের সহ-সভাপতির সোহেলের অনুসারী ও সাবেক সহ-সভাপতি সানি সকালে সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে গোপালগঞ্জ গ্রুপের ছাত্রলীগ কর্মীর ওপর হামলা চালায়। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

দলীয় সূত্র জানায়, শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলেও নিজেকে নেতা দাবি করে কলেজে আধিপত্য বিস্তারের চেষ্টা করেন সানি।
এ সময় গোপালগঞ্জ গ্রুপের নেতা-কর্মীরা তাকে কলেজে অবাঞ্চিত ঘোষণা করেন। আর এতেই ক্ষুব্দ হয়ে তাদের ওপর হামলা চালান সানি ও তার লোকজন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ উভয়ের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

Print Friendly, PDF & Email