১০ দিন পর ক্লাসে শিক্ষকরা, ক্যাম্পাসে প্রাণচাঞ্চল্য

001নিজস্ব প্রতিবেদক: মর্যাদা ও বেতন বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসের পর ক্লাসে ফিরেছেন শিক্ষকরা।

ঘোষণা অনুযায়ী বুধবার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস-পরীক্ষা শুরু হয়েছে।

গত ১১ জানুয়ারি থেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ব্যানারে শিক্ষকরা লাগাতার কর্মবিরতি পালন শুরু করে। গত সোমবার গণভবনে প্রধানমন্ত্রী শিক্ষক নেতাদের চায়ের দাওয়াত দেন।
সেখান থেকে ফিরে গতকাল মঙ্গলবার শিক্ষক নেতারা বুধবার থেকে তাদের লাগাতার কর্মবিরতি তুলে নিয়ে ক্লাসে ফেরার ঘোষণা দেন।

এরপর আজ দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস শুরু হয়েছে। ঢাকা, চট্টগ্রাম ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সকালে শিক্ষকদের ক্লাস নিতে দেখা গেছে। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজ ক্লাস হচ্ছে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকাল থেকে ক্লাস শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কলা ভবন, কার্জন হলসহ অন্যান্য বিভাগগুলোতেও ক্লাস হয়েছে বলে জানা গেছে। তবে শিক্ষার্থীদের উপস্থিতি একটু কম।

এদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা বলছেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সিদ্ধান্ত তারা মঙ্গলবার সন্ধ্যার পর জেনেছেন। তারা আজ বসে ক্লাসের ব্যাপারে তাদের সিদ্ধান্ত নেবেন। এজন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজ ক্লাস হয়নি।

Print Friendly, PDF & Email