কলকাতায় বিজয় উৎসবে দর্শক মাতাবেন রুনা-বাচ্চু

001বিনোদন ডেস্ক: মহান বিজয় দিবস উপলক্ষে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ বিজয় উৎসব-২০১৫’। ১৫ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ উৎসবে অংশ নেবেন কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা ও ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু।
উৎসবে আইয়ুব বাচ্চু ও এলআরবি সঙ্গীত পরিবেশন করবেন ১৭ ডিসেম্বর।

আইয়ুব বাচ্চু বলেন, ‘৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে যে বিজয় অর্জন করেছি, সেসব শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে এ আয়োজন। সে কারণে পরিকল্পনা করেছি গানে গানে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের ইতিহাস দর্শক-শ্রোতাদের সামনে তুলে ধরার।

এ আয়োজন থেকে নতুন প্রজন্মের দর্শক-শ্রোতা বিনোদনের পাশাপাশি একটি জাতির লড়াই-সংগ্রাম-ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে পাওয়া স্বাধীনতার ইতিহাসও জানতে পারবেন বলেই আমার ধারণা।’
রুনা লায়লা ও আইয়ুব বাচ্চুর পাশাপাশি এতে অংশ নেবেন ব্যান্ড দল রেনেসাঁ, কণ্ঠশিল্পী কোনালসহ আরো অনেকে।

সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ৫ দিন দিনের এ আয়োজনে আরো থাকছে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন ও দেশি পণ্যের মেলা।
আয়োজকরা জানান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে এ উৎসবে স্বাধীনবাংলা বেতারকেন্দ্রের গণজাগরণী গানসহ লোকজ ও কিংবদন্তি সঙ্গীত স্রষ্টাদের গান পরিবেশন করবেন তিমির নন্দী, সুজিত মুস্তফা, শফি মণ্ডল, অনিমা রায়সহ অনেকে। উৎসব চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত।

Print Friendly, PDF & Email