• শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

কর আদায়ে অবৈধ বিদেশি নাগরিকদের খোঁজে এনবিআর

NBRনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে অনুমোদনবিহীন (ওয়ার্ক পারমিট ছাড়া) বা অবৈধভাবে যেসব বিদেশি নাগরিক কাজ করছেন তাদের তথ্য সংগ্রহ করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এসব বিদেশির ওপর কর আদায় মনিটরিং কার্যক্রম জোরদার করতে ও অর্থ আইন ২০১৫ এর এ-সংক্রান্ত আইনের প্রয়োগ নিশ্চিত করতে এ উদ্যোগ নিয়েছে এনবিআর।

ওয়ার্ক পারমিট ছাড়া বিদেশিদের তথ্য সংগ্রহের উদ্দেশ্যে সম্প্রতি বিনিয়োগ বোর্ড, এনজিও ব্যুরো, বাংলাদেশ রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বিইপিজেডএ), ইমিগ্রেশন ও সিআইডি উইং-১’র প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে চিঠি দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ওয়ার্ক পারমিট ছাড়া বিদেশিদের ওপর প্রযোজ্য কর আদায় মনিটরিং কার্যক্রম জোরদার করতে ও অর্থ আইন ২০১৫ এর এ-সংক্রান্ত আইনের প্রয়োগ নিশ্চিত করার জন্য মনিটরিং কার্যক্রম জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই কার্যক্রম গতিশীল করতে সরকারের সহযোগী প্রতিষ্ঠান/সংস্থা হিসেবে আপনার দফতরে রক্ষিত বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের তালিকা (সফট কপি) taxeslegalnbr@gmail.com ই-মেইলে দুই সেট পাঠানোর জন্য চিঠিতে অনুরোধ করা হয়েছে।

Print Friendly, PDF & Email