• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে ডুয়েট বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

DUETনিজস্ব প্রতিবেদক: ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে ছেলেদের এবং মঙ্গলবার সকাল ৮টার মধ্যে মেয়েদের হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, উদ্ধুত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান প্রফেসর ড. কামরুজ্জামান। এর আগে বিকেলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ডুয়েট ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

Print Friendly, PDF & Email