• শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

বান্দরবানে পাঁচদিন বহিরাগতদের অবস্থান নিষিদ্ধ

1বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে পৌরসভা নির্বাচনকে ঘিরে আগামী ২৮ ডিসেম্বর থেকে পাঁচদিন বহিরাগতদের অবস্থান নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। বুধবার বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি-সার্বিক) ও রিটার্নিং অফিসার মো. আবু জাফর স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে জেলার সব হোটেল, মোটেল ও রিসোর্ট মালিকদের জানানো হয়, আগামী ৩০ ডিসেম্বর পৌরসভা নির্বাচন উপলক্ষে ২৮ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত ভোটারবিহীন কোনো বহিরাগত বান্দরবান পৌরসভা এলাকায় অবস্থান করতে পারবে না।

এদিকে জেলা প্রশাসনের এই চিঠি জারি হওয়ার পর বিপাকে পড়েছে বান্দরবানের হোটেল, মোটেল, রিসোর্ট, রেস্তোরাসহ পর্যটক সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

বান্দরবান হোটেল-মোটেল আবাসিক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জানান, শীতের এ ভরা মৌসুমে বান্দরবানে পাঁচদিন হোটেল বন্ধ রাখলে ব্যবসায়ীরা কয়েক কোটি টাকার ক্ষতির সম্মুখীন হবে। এছাড়াও তিনি নিষেধাজ্ঞার সময়সীমা কমিয়ে দেয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

Print Friendly, PDF & Email