• শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

টাঙ্গাইলে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

Crossfaire-3নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইল সদর উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ তিন ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোররাত চারটার দিকে উপজেলার চরাঞ্চল ওমরপুরে এই বন্দুকযুদ্ধ হয়।

র‌্যাবের দাবি, নিহতরা নিষিদ্ধ চরমপন্থি সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির সদস্য। এ সময় র‌্যাবের তিন সদস্য আহত এবং ঘটনাস্থল থেকে একটি পিস্তল, সাতটি গুলিসহ দুটি ম্যাগাজিন ও একটি বন্দুক উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন- সদর উপজেলার বাঘিল ইউনিয়নের ওমর (৩০), ঢালানগোপালপুর গ্রামের কাশেম (২৫) এবং খোর্দজুগনি গ্রামের সাদ্দাম (২৬)।

র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার এএসপি মহিউদ্দিন ফারুকী বলেন, গোপন খবরে র‍্যাবের একটি দল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির সদস্যদের ঘেরাও করে। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তারা গুলি ছোড়ে।

র‍্যাবও পাল্টা গুলি চালায়। এতে তিনজন আহত হয়। তাদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের লাশ টাঙ্গাইল মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে বলেও জানান মহিউদ্দিন ফারুকী।

Print Friendly, PDF & Email