মসজিদে বোমা হামলা: রাজশাহী জুড়ে নিরাপত্তা জোরদার

0002নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী জেলার বাগমারা উপজেলার সৈয়দপুর মচমৈল চকপাড়া কাদিয়ানি জামে মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা হামলার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজশাহী মহানগরীর বিভিন্ন মোড়ে মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট। বিভিন্ন যানবাহনে চালানো হচ্ছে তল্লাশি।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার তমিজ উদ্দিন এ তথ্য জানিয়ে বলেন, মসজিদে হামলার ঘটনার পরে প্রশাসনের সকল বিভাগকে তৎপর থাকতে বলা হয়েছে। নগরীর গুরুত্বপুর্ণ পয়েন্টগুলোতে সন্দেহভাজন ব্যক্তি দেখলেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শুধু মহানগরী না, জেলায় বিভিন্ন উপজেলাতেও বাড়ানো হয়েছে নিরাপত্তা।

শুক্রবার দুপুরে জুমার নামাজ আদায়কালে রাজশাহীর বাগমারা উপজেলার প্রত্যন্ত পল্লী মচমৈল চকপাড়া কাদিয়ানি জামে মসজিদে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। এতে মসজিদের ভেতরেই মৃত্যু হয় হামলাকারীর। আহত হন মুসল্লি ময়েজ তালুকদার (৪০), সাহেব আলী (৩৫) ও পঞ্চম শ্রেণির ছাত্র নয়ন (১২)। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। তারা মসজিদ এলাকা ঘিরে ফেলে। বর্তমানে মসজিদটি ও এর আশপাশের এলাকা ঘিরে রাখা হয়েছে।

Print Friendly, PDF & Email