• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

কক্সবাজারে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫

BCL-logoনিজস্ব প্রতিবেদক: কক্সবাজার হোটেল জোনে চলমান বাণিজ্য মেলা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। বুধবার রাত ৯টার দিকে হোটেল সি-প্যালেসর সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- পৌরসভার ১২নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আনছার উল্লাহ ও কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগ সভাপতি সাজ্জাদ হোসেন। অন্যান্যদের পরিচয় এখনো জানা যায়নি।

আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আনসারের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।
আহত সাজ্জাদ হোসেন জানান, ‘কলাতলি বাণিজ্য মেলায় এলাকার ছোট ভাইদের মধ্যে একটু ঝামেলা হয়েছিল। আমরা সে ঘটনা মীমাংসা করতে সেখানে গেলে চিহ্নিত সন্ত্রাসী রিদুয়ানের নেতৃত্বে আমাদের উপর হামলা চালানো হয়।’

জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইমরুল রাশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বাণিজ্য মেলায় তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটি থেকে সংঘর্ষের সৃষ্টি হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’
কক্সবাজার সদর মডেল থানার ওসি আসলাম হোসেন বলেন, ‘তুচ্ছ ঘটনায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’

Print Friendly, PDF & Email