ইজতেমার দ্বিতীয় পর্বে বিদেশিসহ ৭ মুসল্লির মৃত্যু

002গাজীপুর প্রতিনিধি: টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নেওয়া বিদেশিসহ ৭ মুসল্লির মৃত্যু হয়েছে। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়।

বিশ্ব ইজতেমায় মরদেহের জিম্মাদার মো. আদম আলী জানান, রোববার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা পর্যন্ত ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নেওয়া ৭ মুসল্লি মারা যান।

তারা হলেন- কুমিল্লার মনোহরগঞ্জ থানার নাথেরপেটুয়া এলাকার নূরুল আলম ওরফে নূর হোসেন (৭০), সুনামগঞ্জের মুসল্লি আখলাক মিয়া (৬২), চুয়াডাঙ্গা সদর উপজেলার বাদুতলা এলাকার আব্দুল মাবুদ জোয়ারদার (৫২), জামালপুরের সরিষাবাড়ি থানার চরআদরা এলাকার আব্দুর কাদের (৬০)।

এর আগে গত শুক্রবার (১৫ জানুয়ারি) রাতে এক মালয়েশিয়ানসহ আরো তিন মুসল্লির মৃত্যু হয়।
নিহতরা হলেন- জামালপুর সদর উপজেলার কাচারিপাড়া এলাকার বাসিন্দা আবুল কাশেম (৬৫), বগুড়ার গাবতলী থানার মাঝবাড়ি এলাকার বাসিন্দা আব্দুর রহমান (৬২) ও মালয়েশিয়ান নাগরিক শাহিদান-দ্বীন ইব্রাহিম (৪৮)।

Print Friendly, PDF & Email