গাজীপুরে টায়ার কারখানায় বয়লার বিস্ফোরণে নিহত ৫

00001গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার পূবাইলে স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল নামে একটি টায়ার তৈরির কারখানায় বয়লার বিস্ফোরণ হয়ে শিক্ষিকাসহ ৫ জনের মৃত্যু হয়েছে।

তাৎক্ষণিকভাবে নিহত শিক্ষিকা সিদ্দিকা জেবুন নেসার পরিচয় পাওয়া গেছে। তিনি স্থানীয় বারইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা করতেন।

শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে বিকট শব্দে বয়লারটি বিস্ফোরণ ঘটলে কারখানাটি পুড়ে যায়। ঘটনার পর থেকে গাজীপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে তিনটার দিকে বিকট শব্দে কারখানার বয়লার বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে কারখানাটিতে আগুন ধরে যায়। এসময় এক শিক্ষিকাসহ ৫ জন অগ্নিদগ্ধ হয়ে মারা যান।

তারা আরো জানান, শিক্ষিকা সিদ্দিকা জেবুন নেসা কারখানাটি পাশ দিয়ে রিকশাযোগে যাচ্ছিলেন। আগুনে তিনি পুড়ে যান। বাকি চারজন এতটায় পুড়ে গেছে যে তাদের চেনা যাচ্ছে না বলে ফায়ার সার্ভিসের কর্মীরা জানান।

কারখানার ভেতরে ৩০ জন শ্রমিক কাজ করছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে আশঙ্কা করা হচ্ছে কারখানার ভেতরে আরো লাশ পাওয়া যেতে পারে।

Print Friendly, PDF & Email