নাটোরে আওয়ামী লীগ নেতাকে শ্বাসরোধে হত্যা

Natoreনিজস্ব প্রতিবেদক : নাটোরের বড়াইগ্রামে আবু রায়হান (৪৫) নামে এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। আবু রায়হান কামারদহ গ্রামের জাহেদ আলী মোল্লার ছেলে। সে মাঝগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক।

শুক্রবার রাতের কোন একসময় উপজেলার মাঝগাঁও ইউনিয়নের বাহিমালী গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে আমবাগান থেকে পা বাধা তার ঝুলন্ত লাশটি উদ্ধার করে পুলিশ।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে আবু রায়হান তার গ্রামের বাড়ি কামারদহে যান। পরে রাত ৮ টার দিকে সেখান থেকে বাহিমালী গ্রামে তার নিজ বাড়িতে রওয়ানা হন। এরপর রাতে তার আর কোন খবর পাওয়া যায়নি।

শনিবার সকালে স্থানীয়রা বাহিমালী গ্রামের একটি আম গাছের সঙ্গে পা বাঁধা অবস্থায় আবু রায়হানের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

পুলিশ জানায়, নিহত আবু রায়হানের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় দুইটি হত্যা মামলা রয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, রায়হানকে কেউ গলায় ফাঁস দিয়ে হত্যা করে আমগাছের ডালে ঝুলিয়ে রেখেছিল।

Print Friendly, PDF & Email